ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫০

 

তাবলীগ জামায়াতের ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছেন তাবলীগ জামায়াতের এক পক্ষের নেতারা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক ইসলামি মহাসম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ এবং তার অনুসারীদের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে। আমরা তাদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেব না। আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এসব পরিকল্পনা প্রতিহত করব।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, তারা রাষ্ট্র পরিচালনার কাজ করবেন এবং এর জন্য সর্বাত্মক সহযোগিতা পাবেন। তবে, সরকারকে মনে রাখতে হবে যে, ছাত্রজনতার আন্দোলনে অনেক আলেম শাহাদাতবরণ করেছেন এবং তারা শাপলা চত্বরে জীবন দিয়েছেন।

মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) এ সময় বলেন, সরকার দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিশ্ব ইজতেমা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে বলেন, যে সিদ্ধান্ত সম্মেলন থেকে আসবে, সরকারকে সেটি বাস্তবায়ন করতে হবে। ভিন্ন চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

মাওলানা হামিদ আরও বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে সরকারকেও আলেমদের সহযোগিতা করতে হবে। অন্যথায়, পূর্ববর্তী সরকারের মতো সরকারকেও দেশ ত্যাগের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। তিনি সতর্ক করেন যে, যদি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হয়, তাহলে সরকারকেও পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top