ঢাকা বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১

মাঠে গড়ালো বিজয় দিবস কাবাডি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:৫০; আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী

পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে মোট ১২ টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ম্যাচ দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ফায়ার সার্ভিসকে বড় ব্যবধানে হারিয়েছে পুলিশ। ৫৬-২৮ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে পুলিশ ৩২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। পুলিশের ৪ টি লোনার বিপরীতে ১টি লোনা পেয়েছে ফায়ার সার্ভিস। দ্বিতীয় ম্যাচে পুরুষ বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। বাংলাদেশ জেলকে ৫৪-২১ পয়েন্টে হারিয়েছে তারা। প্রথমার্ধে নৌ বাহিনী ৩০-৭ পয়েন্টে এগিয়ে ছিল।

পুরুষদের মতো জয় দিয়ে বিজয় দিবস কাবাডি শুরু করলো বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল। নড়াইল জেলাকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়েছে পুলিশ নারী দল। প্রথমার্ধে পুলিশ নারী কাবাডি দল ২৩-৭ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচ সেরা হয়েছেন পুলিশ দলের শ্রাবণী মল্লিক। এদিকে বড় জয় দিয়ে বিজয় দিবস কাবাডি শুরু করলো বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল। ৫০ পয়েন্টের ব্যবধানে জয়পুরহাট জেলা নারী দলকে হারিয়েছে তারা। ৬২-১২ পয়েন্টে ম্যাচ জিতেছে আনসার নারী দল। বিজয়ী দল প্রথমার্ধে ৩১-৫ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচ সেরা হয়েছেন আনসারের রাত্রি।

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। আর পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৪ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আগামীকালের ম্যাচ (২০/১২/২৪)

নড়াইল জেলা (নারী) বনাম ফরিদপুর জেলা (নারী)
বিকাল ৩:০০ মি.

জয়পুরহাট জেলা (নারী) বনাম বর্ডার গার্ড বাংলাদেশ (নারী)
বিকাল ৪:০০মি

বাংলাদেশ সেনা বাহিনী (পুরুষ) বনাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (পুরুষ)
বিকাল ৫:০০ মি.

বাংলাদেশ জেল (পুরুষ) বনাম বাংলাদেশ বিমান বাহিনী (পুরুষ)

সন্ধ্যা ৬:০০ মি.




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top