রোনালদো বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠেই বিপজ্জনক: রদ্রি
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৮; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:১৭
ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত দ্বৈরথের একটি হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্ক। দুইজনের ফুটবল প্রতিভা, রেকর্ড, এবং মাঠের দাপট বারবার ভক্ত, বিশ্লেষক, ও ফুটবলারের কাছে এই প্রশ্ন তুলেছে। এবার এই চিরায়ত প্রশ্নের উত্তর দিয়েছেন সদ্য ব্যালন ডি'অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদে খেলার সময় রদ্রি মেসি ও রোনালদোর মুখোমুখি হয়েছেন। দুজনের খেলার ভিন্নধর্মী কৌশল ও প্রভাব তাকে এই বিশ্লেষণে সাহায্য করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রদ্রি তুলে ধরেছেন দুই কিংবদন্তির পার্থক্য এবং তাদের শক্তির বিশেষ দিক।
রদ্রি বলেন, “মেসি সর্বকালের সেরা ফুটবলার। তবে রোনালদো তাকে যে উচ্চতায় চ্যালেঞ্জ জানিয়েছেন, সেটা সহজাত প্রতিভা ছাড়াই। রোনালদো তার পরিশ্রম ও দৃঢ়তাকে কাজে লাগিয়ে মেসির সঙ্গে পাল্লা দিয়েছেন। দু’জনেরই সাফল্য অনন্য।”
রদ্রির মতে, রোনালদোর প্রধান শক্তি তার বক্সের ভেতরের খেলা। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেললে সবসময় একটা ভয় কাজ করত যে সে বক্সে ঢুকবে। কারণ, বক্সের ভেতরে সে যেন এক অপ্রতিরোধ্য যন্ত্র। তার গোল করার দক্ষতা এবং সুযোগ কাজে লাগানোর ক্ষমতা অসাধারণ। আমাদের লক্ষ্য থাকত তাকে বক্সের বাইরে রাখা, কারণ সেখানেই তাকে প্রতিরোধ করা সম্ভব।”
মেসির শক্তির প্রসঙ্গে রদ্রি বলেন, “মেসি পুরো মাঠেই বিপজ্জনক। তার পায়ে বল থাকলে মনে হতো কিছু একটা খারাপ হতে যাচ্ছে। মেসি যেকোনো জায়গা থেকে খেলা গড়ে তুলতে পারে। আপনি তাকে আটকাতে যাবেন, আর সে এমনভাবে জায়গা তৈরি করবে যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না। তার ড্রিবলিং, গতি, এবং ফুটবল-বুদ্ধিমত্তা অন্য যে কারো চেয়ে আলাদা।”
মেসি ও রোনালদোর সঙ্গে তার নিজের অভিজ্ঞতা নিয়েও রদ্রি বলেন, “আমি মেসির বিপক্ষে খেলতে গিয়ে তার কাছ থেকে বল কেড়ে নিতে চেষ্টা করতাম। কিন্তু তার গতি ও দিক পরিবর্তনের কৌশল আমাকে হতবাক করত। রোনালদোর ক্ষেত্রে তার উপস্থিতিই ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।”
দুই ফুটবলারের মধ্যে পার্থক্য তুলে ধরে রদ্রি বলেন, “মেসি ও রোনালদো তাদের নিজ নিজ কৌশলে অনন্য। মেসি তার সহজাত প্রতিভা দিয়ে খেলা নিয়ন্ত্রণ করেন। আর রোনালদো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। দু’জনেরই ক্যারিয়ার ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
রদ্রির এই বিশ্লেষণ মেসি ও রোনালদোর মধ্যকার পার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে। মেসি পুরো মাঠে তার প্রতিভার ঝলক দেখিয়ে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেন, আর রোনালদো বক্সে তার ভয়ঙ্কর উপস্থিতি দিয়ে গোলের সুযোগ কাজে লাগান। দু’জনের খেলাই ভিন্নধর্মী হলেও তাদের অবদান ফুটবল বিশ্বে চিরস্মরণীয়।
আপনার মূল্যবান মতামত দিন: