মেসি ও আর্জেন্টিনা দল আসছে ভারত সফরে
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৩৭; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল আসছে ভারত সফরে। দীর্ঘ ১৪ বছর পর ভারতীয় উপমহাদেশে দেখা যাবে ফুটবলের জাদুকর লিওনেল মেসি এবং তার দলকে। এই স্মরণীয় সফরের আয়োজন করছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। কেরালা সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেরালা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বা অক্টোবরে কোচিতে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজিত হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যা প্রায় ৬০ হাজার দর্শকের স্থানধারণ ক্ষমতা সম্পন্ন। ম্যাচটি আয়োজনের যাবতীয় ব্যয়ভার বহন করবে কেরালা সরকার।
ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এই ম্যাচে মেসি ছাড়াও দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যান্য তারকাদের। এ উপলক্ষে ফিফার কর্মকর্তাদেরও কেরালায় আসার সম্ভাবনার কথা বলা হয়েছে।
এর আগে ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল ভারত সফরে আসে। সেই সময় কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। কলকাতা সফরের পর দলটি ঢাকায় পাড়ি জমায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় উপহার দেয় মেসিরা।
আবারও ভারত সফরের ঘোষণায় অনেকেই স্মরণ করছেন ২০১১ সালের সেই উন্মাদনাপূর্ণ সফর। ফুটবলপ্রেমীরা আশা করছেন, বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তারা উদ্যোগী হলে মেসিদের আবার ঢাকায় আনা সম্ভব হতে পারে।
ভারত এবং বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা বহুদিনের। বিশেষ করে লিওনেল মেসি তার বিশ্বকাপ জয়ের পর থেকে এ অঞ্চলে আরও বেশি ভক্তের হৃদয় জয় করেছেন। আর্জেন্টিনার এই সফর শুধু প্রদর্শনী ম্যাচে সীমাবদ্ধ থাকবে না; এটি হতে যাচ্ছে উপমহাদেশীয় ফুটবলের জন্য একটি বড় উদযাপন।
কেরালার ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে নিয়ে আসা রাজ্যের ক্রীড়ানীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে এটি হতে পারে স্থানীয় ফুটবলের উন্নয়নের জন্য একটি বড় অনুপ্রেরণা। মেসি এবং তার দলের উপস্থিতি শুধু ভারত নয়, গোটা উপমহাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল সৌভাগ্য।
কেরালা সরকারের এমন উদ্যোগ ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাবে এবং আর্জেন্টিনার খেলা দেখার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: