ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছরে মোট মৃতের সংখ্যা ৩২০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ২০:৪৭; আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২০:৫২

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন, যা এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩২০-এ পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়া নতুন করে এক হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এই বছরে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৫ হাজার ৭৬৮-এ উন্নীত করেছে।

সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা, এবং দুইজন চট্টগ্রাম বিভাগের বাইরের এলাকা থেকে এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২৫৯ জন রোগী। এর ফলে এই বছর এ পর্যন্ত মোট ৬১ হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৪ হাজার ৪৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা এ রোগের প্রকোপের সার্বিক চিত্রকে আরও জটিল করে তুলেছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top