ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ১৫০৮ মামলা, জরিমানা ৭২ লাখ ছাড়াল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৫:০৪; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৮

রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে রবিবার (২৭ অক্টোবর ২০২৪) মোট ১৫০৮টি মামলা দায়ের করা হয়। এ অভিযানে ৭২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ১২৩টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় এবং ৪৮টি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি কর্তৃপক্ষের মতে, এ অভিযান নাগরিকদের সচেতন করতে সহায়তা করবে এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করবে। নগরবাসীর ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
আপনার মূল্যবান মতামত দিন: