ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৬ জন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:১৯; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৮
আ
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১,৩০৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে। রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন—যাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের।
এদিকে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরের বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৪ জন, ঢাকা বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন এবং অন্যান্য বিভাগে মোট ১১৮ জন রয়েছেন। ঢাকার ভেতরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৭ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত থেকে সুস্থ হয়ে ১,৩১৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে হাসপাতাল থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৪ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এই সংখ্যা ৫৪ জন। এছাড়া, বরিশাল বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: