ঢাকা বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ করেননি খালেদা জিয়া: দুদক আইনজীবী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১৩:৫৮; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০৫:২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে কোনো অর্থ আত্মসাৎ করেননি বলে জানিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। তার দাবি, ট্রাস্টের টাকা অন্যত্র ট্রান্সফার হলেও তা আত্মসাৎ বা অপব্যবহার হয়নি। এই বক্তব্যে আপিল বিভাগকে আশ্বস্ত করেন তিনি।

আজ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা দাবি করেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে এ মামলা ব্যবহার করা হয়েছে এবং বেআইনিভাবে তার সাজা দেয়া হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়াকে এই মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রদান করে। পরে আপিল শুনানির পর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। এই মামলায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও দণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় খালেদা জিয়াকে এই মামলার দণ্ড থেকে মুক্তি দেয়া হয়। তবে এই মুক্তি সত্ত্বেও মামলা ও অভিযোগের জটিলতা রয়ে গেছে। সোমবার এই মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ দেবেন আপিল বিভাগ, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top