ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

অভিযুক্ত সাবেক ডিসি জসিম উদ্দিনকে ট্রাইব্যুনালে উপস্থাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:২৯; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২৩:২৭

 

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডেপুটি কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই মামলায় এটাই প্রথমবার কোনো আসামিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো। প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান আজ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। তবে গত ২৭ অক্টোবর, ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ গ্রেফতারি আদেশ প্রদান করে।

এ মামলায়, দেশের বিভিন্ন স্থানে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৭৫টিরও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এসব অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সূত্র অনুযায়ী, নভেম্বর মাসের মধ্যে আরও ১৪ জন, যার মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগের পর দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top