র্যাবের বিলুপ্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৪৭; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৫০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন ঝালকাঠির লিমন হোসেন, যিনি ২০১১ সালে র্যাবের অভিযানে পা হারান। মঙ্গলবার দুপুরে (১২ নভেম্বর) লিমন নিজেই ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ আবেদন দাখিল করেন। আবেদনপত্রে র্যাবকে সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে, যার মূল লক্ষ্য হলো মানবাধিকার লঙ্ঘনকারী সদস্যদের বিচার ও ক্ষতিপূরণ আদায়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিমন বলেন, "আমি চাই এই সন্ত্রাসী আচরণকারী বাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক এবং তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। র্যাব-৮-এর সদস্যরা আমাকে হত্যাচেষ্টা করে ব্যর্থ হয়েছিল, যা প্রমাণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।"
লিমনের দাবি, রাষ্ট্রীয় বাহিনীর এমন আচরণের জন্য ক্ষতিগ্রস্তরা যে কষ্ট ও ক্ষতি ভোগ করছে তার দায়ভার রাষ্ট্রের বহন করা উচিত। তিনি উল্লেখ করেন, "আমার জীবনের স্থায়ী ক্ষতি হয়েছে; আমার পা হারিয়েছি, তাই আমি শুধু বিচারই চাই না, সুষ্ঠু ক্ষতিপূরণও চাই।" এই ঘটনার পর লিমনের জীবন আমূল বদলে গেছে, তিনি জীবনের বাকি সময় পা হারানোর ক্ষত নিয়েই কাটাচ্ছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাট এলাকায় র্যাব-৮ এর একটি অভিযানে লিমন হোসেন গুলিবিদ্ধ হন, যা তাকে আজীবন পঙ্গু করে দেয়। পরবর্তী সময়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়। সেই ঘটনার পর থেকেই লিমন ও তার পরিবার ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, লিমনের এই পদক্ষেপ বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে আন্তর্জাতিক সংস্থার নজর আরও নিবিড় করবে এবং এই সংস্থাগুলোর মানবাধিকার বিষয়ে জবাবদিহিতা বাড়াবে।
আপনার মূল্যবান মতামত দিন: