ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১২; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৫

দীর্ঘ দিন ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিন তছনছ হয়ে গেছে। এরই মধ্যে পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। টানা ৬ দিনের হামলায় প্রানহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেনিন, নাবলুস সহ আশেপাশের এলাকায় চলছে জোরালো অভিযান। লাগাতার হামলার কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকে। অস্ত্র-শস্ত্র নিয়ে অলিগলিতে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। টার্গেট করা হচ্ছে শরণার্থী শিবিরগুলো।

এদিকে, বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতাড়ি গুলিবর্ষণ। নিহতের পাশাপাশি হামলায় আহতও হয়েছে অনেকে। জেনিনে এখনও বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সংযোগ। কিছু কিছু জায়গায় আক্রমনের মুখে প্রতিরোধও গড়ে তুলেছেন নির্যাতিতরা।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েল অভিযান জোরদার করায় ৫শ’ জনের-ও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত ১১ মাসে গাজায় ফিলিস্তিনি নিহত হয়েছে ৪০ হাজার।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top