ঢাকা বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা', তৎপর রাজ্য সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১৭:২৬; আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৪৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে, রাজ্যের ৯টি জেলার সব স্কুল চারদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিম্নচাপটি ঘূর্ণঝড় দানায় পরিণত হয়। মঙ্গলবার রাত থেকে ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে এটি উড়িষ্যা ও বাংলাদেশের দিকে এগুচ্ছে। বুধবার সকাল আটটার দিকে ঝড়টির অবস্থান ছিলো বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষণ ও দক্ষিণপূর্ব দিকে।

দানার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবীদদের ধারণা, বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকাল নাগাদ এটি উড়িষ্যার পুরি ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। আঘাত হানার সময় এর গতি বেগ হতে পারে ঘন্টায় একশ' থেকে ১১০ কিলোমিটার।

দানার গতিপথে থাকা পশ্চিমবঙ্গের ছয়টি জেলা থেকে ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক টিম, উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার। খোলা হয়েছে ৬ হাজার ২৪৪টি আশ্রয়কেন্দ্র। 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top