আ.লীগকে মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিবে কড়া বার্তা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ১৯:১১; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৯
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরণের সহিংসতা বা আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা হলে তা বরদাশত করা হবে না।
এক ফেসবুক পোস্টে নিজের বক্তব্যের বিষয়ে বিস্তারিত জানিয়ে শফিকুল আলম বলেন, “গতকালের গণহত্যার পরও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। তারা রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”
প্রেস সচিবের এই হুঁশিয়ারি অনুযায়ী, আওয়ামী লীগের কোনো মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: