ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি সরানো প্রসঙ্গে বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ১৬:৫৭; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৩

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

এরপর তার মন্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর কয়েক ঘণ্টা পর বিএনপির পক্ষ থেকে একটি সংশোধনী সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘‘আজকের অনুষ্ঠান চলাকালে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো প্রসঙ্গে আমার বক্তব্যের একটি অংশ ভুলভাবে প্রকাশ পেয়েছে। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সকল রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে ছবিটি সরানো হয়েছে। প্রকৃতপক্ষে ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।’’

রিজভী আরও বলেন, ‘‘বর্তমান সরকার শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন প্রণয়ন করেছে, যা ফ্যাসিবাদী আইন ছাড়া আর কিছু নয়। এ ধরনের বাধ্যবাধকতা স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী।’’

তিনি তার বক্তব্যের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘আমার মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’’

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top