ঢাকা বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শুক্রবার বিকেল ৩টায় বিএনপির র‌্যালি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ১৭:২৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৭:১০

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে মানিক মিয়া পর্যন্ত র‍্যালি করবে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‍্যালির আয়োজন করছে। আগামীকাল ৮ নভেম্বর বিকেল ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, এই র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। র‍্যালির শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। ডা. জাহিদ বলেন, "আগামীকালের র‍্যালিটি সর্ববৃহৎ হবে বলে আমরা প্রত্যাশা করছি। তাই সবাইকে র‍্যালিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।"

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top