রাস্তায় নয়, সোহরাওয়ার্দী উদ্যানে দাবি জানাতে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৫:১৬; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৪:১১

সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে সোহরাওয়ার্দী উদ্যানে দাবি নিয়ে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরান ঢাকার পুরাতন জেলখানা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পের একটি অংশ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। প্রকল্পের কাজ নির্ধারিত বাজেটের মধ্যেই শেষ করতে হবে এবং বাজেট বৃদ্ধির কোনো প্রয়োজন হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পুরান ঢাকার অন্যতম প্রধান সমস্যা যানজট, তাই প্রকল্পের আওতায় রাস্তা সম্প্রসারণ ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সরকারের ভুল বা দুর্নীতি থাকলে তা তুলে ধরার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: