ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

“সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্য সংবিধান প্রয়োজন”: মঈন খান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ১৭:০০; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:১৬

 

“সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্য সংবিধান প্রয়োজন” — এমন মত প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে "সংবিধান সংস্কার" শীর্ষক এক সেমিনারে তিনি এই বক্তব্য দেন।

ড. মঈন খান বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি ব্যবস্থা গঠন করা, যা জনগণের জন্য উপকারী হবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সবকিছু করতে হবে। আমাদের উদ্দীপনা সৎ হলে বাধা অতিক্রম করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, "৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণআন্দোলনকে পরস্পরবিরোধী হিসেবে দেখার কোনো কারণ নেই; বরং একটিকে অন্যটির পরিপূরক হিসেবে বিবেচনা করলে সংঘাতের স্থান থাকবে না।"

সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায়েদ সাকি বলেন, "ক্ষমতার ভারসাম্য এমনভাবে প্রতিষ্ঠা করা উচিত, যেন কেউ জনগণের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে যেতে না পারে। একইসাথে সংসদকেও আরও কার্যকর করতে হবে।”

সাকি আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে এমন একটি আইন প্রণয়ন করা প্রয়োজন যাতে কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে না পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই সেমিনারে বলেন, “বর্তমান রাজনৈতিক ঐক্যে বেশ কয়েকটি ফাটল দেখা যাচ্ছে। এর ফলে ফ্যাসিবাদী শক্তিগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে।”

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top