২২ বছর পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জয় পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১৮:৪৫; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১৫
অবশেষে দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান, যার মূল কারিগর ছিলেন তাদের চার প্রধান পেসার: শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন। পার্থে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
২০০২ সালে ওয়াকার ইউনিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এতদিন পর পুনরায় অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় এনে দিলো তাদের বোলিং আক্রমণ, যা কেবল তিন ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।
পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া পাকিস্তানের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। শাহিন আফ্রিদি ও নাসিম শাহের দারুণ স্পেলের মধ্যে দিয়ে শুরুতেই ধাক্কা খায় অসিরা। ২১তম ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন মাত্র ৮৮ রান, আর ৬ উইকেটের পতন। একমাত্র ম্যাথু শর্ট (১৯) এবং অ্যারন হার্ডি (১২) দ্বি-অঙ্ক ছুঁতে সক্ষম হন। অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ, এবং কুপার কনোলি মাত্র ৭ রান করে আউট হন, যেখানে কনোলি আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
অস্ট্রেলিয়ার পক্ষে একটি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন কেবল এডাম জাম্পা এবং সিন অ্যাবট। অ্যাবট অষ্টম উইকেটে জাম্পার সাথে ৩০ রান এবং নবম উইকেটে স্পেনসার জনসনের সাথে ২২ রান যোগ করে দলকে অলআউটের হাত থেকে কিছুটা রক্ষা করেন। তবুও শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যাবট সর্বোচ্চ ৩০, জাম্পা ১৩ এবং জনসন অপরাজিত ১২ রান করেন। পাকিস্তানের পক্ষে আফ্রিদি ও নাসিম ৩টি করে উইকেট এবং রউফ ও হাসনাইন যথাক্রমে ২টি ও ১টি উইকেট নেন।
লক্ষ্য ১৪১ রান। সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি পাকিস্তানের জন্য বড় ভূমিকা রাখে। তারা ৮৪ রান যোগ করে দলের জয়ের মজবুত ভিত্তি গড়ে তোলেন। সাইম ৪টি চার ও ১টি ছক্কায় ৪২ রান করে আউট হন এবং শফিক করেন ৩৭ রান। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি পাকিস্তানকে জয় এনে দেয় ১৩৯ বল হাতে রেখে।
রউফ তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা নির্বাচিত হন, তিন ম্যাচে সর্বাধিক ১০ উইকেট তুলে নিয়ে। আফ্রিদি নেন ৮টি, নাসিম ৫টি এবং হাসনাইন ৩টি উইকেট। এই সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একবারও হাফ-সেঞ্চুরি করতে পারেনি, যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিপাক্ষিক সিরিজে প্রথম।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর থেকে ব্রিজবেনে।
আপনার মূল্যবান মতামত দিন: