ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা তত্ত্বাবধানে নতুন কমিশন গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০০; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৭

 

সরকার সম্প্রতি নতুন একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’। দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নে এই কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে কমিশনের গঠন ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আর বিকল্প চেয়ারপারসনের পদে আছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন ও পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্যসচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন পরিকল্পনা কমিশনের অধীনে কর্মরত সদস্যরা।

প্রজ্ঞাপনে কমিশনের মূল দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে যে, এটি দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) খসড়া প্রণয়ন করবে এবং তা জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করবে। এছাড়াও, এই কমিশন দেশের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ, হালনাগাদ এবং বাস্তবায়ন নির্দেশনা প্রদান করবে।

আরও বলা হয়েছে, জাতীয় পরিকল্পনার বিভিন্ন কৌশলগত বিষয় পর্যালোচনা ও আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্য দূর করার ক্ষেত্রে কমিশন প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই পথে এগিয়ে নিতে এই কমিশনকে গঠন করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top