ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে ছয় সংস্কার কমিশন প্রধানের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ২০:৪৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১৭

 

রাষ্ট্র সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আজ সোমবার রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। বৈঠকে সংস্কারের অগ্রগতি ও কমিশনগুলোর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত কমিশন প্রধানদের কাছ থেকে সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে শুনেন। কমিশন প্রধানগণ জানান, তারা সংস্কার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন এবং প্রতিটি কমিশনের কাজ এগিয়ে চলেছে।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন।

গত ৮ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একটি স্বচ্ছ ও শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা একটি নতুন পথে হাঁটতে চাই, আর সংস্কারই হবে সেই পথের ভিত্তি।”

উল্লেখ্য, কমিশনগুলো গত মাস থেকে তাদের কার্যক্রম শুরু করেছে, যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে সমন্বিত সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top