ড. ইউনূসের নেতৃত্বে সফল বাংলাদেশই ভারতের উন্নত স্বার্থ নিশ্চিত করবে: খোসলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ১৩:০৯; আপডেট: ২১ জানুয়ারী ২০২৫ ২৩:৫০
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা বিনোদ খোসলা তুলে ধরেছেন কিভাবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্রে পরিণত হতে পারে এবং প্রতিবেশী ভারতের জন্য শক্তিশালী মিত্র হয়ে উঠতে পারে।
নিবন্ধে খোসলা বলেন, ড. ইউনূসের অধীনে বাংলাদেশ তার সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারলে ভারতের জন্য তা সর্বোত্তম স্বার্থরক্ষায় সহায়ক হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেন, শিক্ষার্থী আন্দোলনের নেতাদের অনুরোধে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্বব্যাপী টেকসই উদ্যোগের পক্ষে থাকা খোসলা নিবন্ধে বলেন, "আমি ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনায় আশাবাদী, যা ভারতের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ।”
তিনি উল্লেখ করেন, ড. ইউনূসের দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষায় প্রসার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে অবদান তা বাংলাদেশের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। গ্রামীণ ব্যাংক ও সোলার হোম সিস্টেমের মতো উদ্যোগের উদাহরণ টেনে খোসলা জানান, এই মডেলগুলো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে দারিদ্র্য হ্রাসের মডেল হিসেবে কাজ করছে।
খোসলা আরও জানান, ক্ষমতা গ্রহণের পরের দুই মাসে ড. ইউনূস পুলিশ বাহিনীকে সক্রিয় করেছেন, সংখ্যালঘু সুরক্ষায় ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছেন। একইসাথে তিনি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এবং সার্ককে পুনরুজ্জীবিত করতে কাজ করে চলেছেন।
ড. ইউনূসের সাফল্যের আহ্বান জানিয়ে খোসলা বলেন, "একটি সফল বাংলাদেশ ভারতের উন্নত স্বার্থ রক্ষা করে, এবং আমাদের উচিত অধ্যাপক ইউনূসকে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় সহযোগিতা করা।”
আপনার মূল্যবান মতামত দিন: