নন-ক্যাডার সহকারী সচিব পদে ১০ কর্মকর্তার পদোন্নতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১৪:১৩; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২২:৫৩
নন-ক্যাডার সহকারী সচিব পদে ১০ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) পদোন্নতি পেয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তারা হলেন–
স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ ইসমাইল ও জাফর আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাজহারুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আবুল হাসেম, কৃষি মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, পরিকল্পনা বিভাগের ছাবিনা ইয়াছমিন ও মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কে ব্রোহী মিঞা, অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. মনজুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।
এতে আরও বলা হয়, জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: