শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস সোনার বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৬; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৬
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়।
এসময় এক যাত্রীকে জিজ্ঞাসাবাদর জন্য আটক করা হয়েছে বলে জানায় কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে সোনার চালান আসছে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এসময় একটি আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। তবে ওই আসনে কোনো যাত্রী ছিলেন না।
তিনি আরও বলেন, আমাদের কাছে এক যাত্রীর বিষয়ে তথ্য ছিল। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: