ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ঢাকা মহানগর পিপি হলেন এহসানুল হক সমাজী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪ ১২:৫১; আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১২:৫২

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)। তথ্য নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এহসানুল হক সমাজীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। আর এই পদে দায়িত্ব পালন করে আসা আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এহসানুল হক সমাজী বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি এখনো পর্যন্ত নিয়োগের কাগজপত্র হাতে পাননি।

আইনজীবী এহসানুল হক সমাজী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপির দায়িত্ব পালন করেছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top