ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

“সমাজ গঠনে আলেমদের ভূমিকা অনন্য: ধর্ম উপদেষ্টা”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ১৯:২২; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম সমাজ দেশের সামাজিক শক্তির প্রতীক হিসেবে সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আজ শনিবার খুলনা ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা সমাধানে ওলামা মশায়েখদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ইমাম ও খতিবগণ মানুষকে নৈতিকতা শেখানোর পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্মের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতিকে নিরসনে আলেম সমাজ ভূমিকা পালন করে চলেছে, যা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক।

আলেম-ওলামাদের প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ড. খালিদ হোসেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে উদ্যোগ নেওয়া হবে এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে আরও দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক পরিবেশে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় কাজ করছে। দেশের অর্থনীতি দ্রুত অগ্রসরমান এবং সরকারের এ প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Top