ঢাকা শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো জাকারিয়া পিন্টুকে

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ১৮:১৩; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৩:১৭

বাংলাদেশ ক্রীড়াঙ্গন এক অনন্য তারকাকে হারিয়েছে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াজগতে।

মঙ্গলবার ফুটবলপ্রেমী এবং ক্রীড়াঙ্গনের মানুষজন তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানান। তার প্রতি শেষ সম্মান জানাতে দুটি জানাজার আয়োজন করা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার দীর্ঘদিনের প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখানে তার সতীর্থ, শুভাকাঙ্ক্ষী এবং ক্লাব কর্মকর্তারা তাকে শ্রদ্ধা জানান।

undefined

এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের মাঠে। সেখানে উপস্থিত ছিলেন ফুটবল অঙ্গনের বর্তমান ও সাবেক খেলোয়াড়, কর্মকর্তারা এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী।

জাকারিয়া পিন্টুর অবদান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার এই প্রয়াণে শোক প্রকাশ করে ফুটবল অঙ্গনের প্রতিনিধিরা বলেন, "তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা এবং দেশের ক্রীড়াঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র।"

জাকারিয়া পিন্টুর মৃত্যুতে জাতীয় ও ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন সবাই।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top