প্যারাগুয়ের স্টেডিয়ামে নিষিদ্ধ ‘মেসি ও আর্জেন্টিনার জার্সি
এম. এ রনি | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৫৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৯
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার এ মহারণে লিওনেল মেসির খেলা নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবে আর্জেন্টিনার দর্শকদের জন্য রয়েছে কিছু অনন্য নির্দেশনা। মেসি ও আর্জেন্টিনা দলের জার্সি পরা নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন, যার ফলে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে ভিন্নধর্মী শর্ত যুক্ত হয়েছে।
প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া এ নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, "আমরা সতর্কবার্তা জারি করেছি যে, শুধুমাত্র প্যারাগুয়ের জার্সি বা নিরপেক্ষ পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে স্থানীয় সমর্থকরা। প্রতিপক্ষ দলের জার্সি পরিধানকারীদের প্রবেশাধিকার দেওয়া হবে না, এটি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে উদ্দেশ্য করে নয়, বরং ঘরের মাঠের সুবিধা অর্জনের জন্যই নেওয়া একটি সিদ্ধান্ত।"
মেসি ভক্তদের জন্য বিষয়টি কিছুটা দুঃখজনক হলেও, এটি প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের স্টেডিয়াম সংস্কৃতি ও ঘরোয়া সমর্থনের ওপর জোর দেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচিত। এ ধরনের জার্সি নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম নয়। গত মার্চে যুক্তরাষ্ট্রের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের একটি ম্যাচেও ন্যাশভিল স্টেডিয়ামের নির্দিষ্ট সেকশনে ইন্টার মায়ামির জার্সি পরা দর্শকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা এক ধরনের "হোম গ্রাউন্ড এডভান্টেজ" বজায় রাখার প্রয়াস, যেখানে প্রতিপক্ষ দলের সমর্থন সীমাবদ্ধ রাখা হয়। তবুও এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অনেকেই এটিকে স্বাধীনভাবে দলের প্রতি সমর্থন প্রকাশে বাধা হিসেবে দেখছেন। তবে ফেডারেশন তাদের সিদ্ধান্তে অনড় থেকে নিজেদের সমর্থনকারীদের জন্য একটি নির্দিষ্ট সমর্থনমুখী পরিবেশ তৈরিতে অটল রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: