ঢাকা শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সাফজয়ী নারী দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ১৯:২৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০২:১১

 

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত ফাইনালে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ।

আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বাফুফের কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করেন যে, শিগগিরই দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ পুরো দলের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তিনি বলেন, “শুধু খেলোয়াড় নয়, দলের প্রতিটি সদস্যই এই পুরস্কার পাবে।”

গত ২ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় নারী দলকে সংবর্ধনা দেন। এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও ২০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top