সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ১৭:১৭; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০০
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
হুসনে আরা শিখা জানান, সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে বিএফআইইউ ইতিমধ্যে কার্যক্রম সম্পন্ন করেছে। এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক লেনদেন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। সরকারি নির্দেশে তদন্ত শেষে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এতে সাকিবের শিগগিরই দেশে ফেরা অনিশ্চিত হয়ে উঠেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে অবস্থান করছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত মাঠে না থাকার কথা ছিল, তবে সাম্প্রতিক এই পরিস্থিতিতে তার মাঠে ফেরা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছিলেন সাকিব। তবে পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের পতনের কারণে সংসদ ভেঙে দেওয়া হয়। এতে সাকিব সংসদ সদস্য পদও হারান। সংসদ সদস্য পদ হারানোর পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: