ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৩ ক্লাব ও ২৪ খেলোয়াড় নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৭; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:০৯

 

ভারতের ফুটবল বিশ্বে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মিজোরাম রাজ্যের ফুটবল মাঠে বিতর্কিত এই ঘটনার জন্য মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ) তিনটি ক্লাব, তিনজন কর্মকর্তা এবং ২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে।

জানা গেছে, মিজোরাম প্রিমিয়ার লিগ-২ এ এই ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে নিষিদ্ধের তালিকায় লিগের সর্বোচ্চ গোলদাতা ফেলিক্স লালরুয়াতসঙ্গও অন্তর্ভুক্ত আছেন।

মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তারা দুর্নীতির ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। বিবৃতিতে বলা হয়, "এই কার্যকলাপগুলো আমাদের মূল্যবোধের বিরুদ্ধে এবং খেলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করেছে, যা মিজোরাম ফুটবলের সমর্থকদের জন্য দুঃখজনক।"

এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এমএফএ বলেন, "আমরা জড়িতদের কঠোর শাস্তি দিয়েছি। ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপে জড়িত ক্লাবগুলোকে প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে এবং জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের সাসপেনশনে রাখা হবে।"

নিষিদ্ধ ক্লাবগুলো হল সিহফির ভেঙ্গলুন এফসি, রামহলুন অ্যাটলেটিকো এফসি এবং এফসি বেথলেহেম। এই তিনটি ক্লাবই শীর্ষ রাজ্য লিগের অংশ এবং সিহফির শীর্ষ চার দলের মধ্যে ছিল। নিষিদ্ধ হওয়া তিন ক্লাবের একজন করে কর্মকর্তা ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি, চানমারি এফসি ও এফসি বেথেলহেমের দুই খেলোয়াড় আজীবনের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। সবচেয়ে বেশি ১৪ জন খেলোয়াড় নিষিদ্ধ হয়েছেন সিহফির ভেঙ্গলুন এফসি থেকে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top