অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও জয় বঞ্চিত পাকিস্তান
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ২০:৫৮; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৯
মেলবোর্নে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে পরাজিত করে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্যমাত্রা তারা ৯৯ বল হাতে রেখে অর্জন করে নেয়।
সোমবার ম্যাচের শুরুতেই টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দ্রুত বিপর্যয়ে পড়ে যায়; মিচেল স্টার্কের বলের গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেননি দুই ওপেনার সায়েম আইয়ুব ও আসাদুল্লাহ শফিক, দুজনই ফিরে যান স্টার্কের বলে। বাবর আজমও দীর্ঘক্ষণ উইকেটে থাকতে পারেননি, ৩৭ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন।
বাবরের বিদায়ের পর মূলত রিজওয়ান এবং নাসিম শাহের ব্যাটিংয়ে ২০০ পার করে পাকিস্তান। রিজওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেন, আর শেষদিকে নাসিমের ব্যাট থেকে আসে কার্যকরী ৪০ রান। তবে ২০ বল হাতে রেখেই পুরো দল ২০৩ রানে গুটিয়ে যায়।
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে ধাক্কা খায়। ২৮ রানে ফিরে যান দুই ওপেনার। এরপর স্টিভেন স্মিথ এবং জশ ইংলিশের ৮৫ রানের দুর্দান্ত জুটি দলকে বিপদ থেকে কিছুটা রক্ষা করে। স্মিথ ৪৪ এবং ইংলিশ ৪৯ রান করে আউট হলে ১৫৫ রানে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে।
তবে শেষদিকে প্যাট কামিন্সের অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ২ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিচেল স্টার্ক, যার ৩ উইকেট পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া, এবং পাকিস্তানের জন্য পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রেখে দিল।
আপনার মূল্যবান মতামত দিন: