বিপিএলই এখন তামিমের একমাত্র লক্ষ্য
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ২০:৫২; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০১
আন্তর্জাতিক ক্রিকেটে আবারও দেখা যাবে কি তামিম ইকবালকে? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন কি দেশের অন্যতম সফল এই ওপেনার? এমন নানা জল্পনা-কল্পনার জবাবে সম্প্রতি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বললেন তামিম। স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে তার প্রধান লক্ষ্য বিপিএলে ফিরে খেলার প্রস্তুতি নেওয়া।
তামিম স্পষ্ট করেই বলেন, জাতীয় দলে ফেরা নিয়ে তার সঙ্গে কারও কোনো আলোচনাই হয়নি। জাতীয় দলে তার ফেরা কিংবা বিসিবিতে পরিচালক হওয়ার ব্যাপারটিকেও ভিত্তিহীন গুজব হিসেবে উড়িয়ে দেন। দেশের ক্রিকেটের বর্তমান চ্যালেঞ্জ, সাকিব আল হাসানের নেতৃত্ব, পঞ্চপান্ডবের অবসরসহ নানা প্রসঙ্গে যমুনার বিশেষ প্রতিনিধি তাহমিদ অমিতের সঙ্গে আলোচনায় উঠে আসে তামিমের বর্তমান অবস্থান। সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি জানান, “জাতীয় দলে ফিরছি বা ফিরব না, এমন কিছু আমি কখনোই বলিনি। মিডিয়া ও সামাজিক মাধ্যম আমাকে নিয়ে গল্প সাজাচ্ছে, যেখানে আমার কোনো মন্তব্যই নেই।”
তামিমের দলে ফেরা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তিনি সবাইকে অনুরোধ করে বলেন, “আমি ফেরা বা না ফেরার ব্যাপারে যতক্ষণ কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করছি, ততক্ষণ এই ব্যাপারে বিভ্রান্তির অবকাশ নেই। এটা বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তারা আমাকে প্রয়োজন মনে করলে তবেই আমি বিবেচনা করব।”
তামিম জানান, বিপিএলে ফেরার জন্য তিনি নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন। তিনি বলেন, “আমি জাতীয় দলের জন্য অনুশীলন করছি এমন কোনো কথা কোথাও বলিনি। বর্তমানে আমার ফোকাস কেবল বিপিএলের উপর।” তার অনুশীলন নিয়ে তৈরি হওয়া গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে, তামিম স্পষ্ট করেন যে তার অনুশীলন বিপিএলকে কেন্দ্র করেই।
বোর্ডে পরিচালক হওয়ার গুঞ্জন সম্পর্কেও পরিষ্কার অবস্থান জানিয়ে তামিম বলেন, “ক্রিকেট বোর্ডে আসছি বা আসব, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। আমি কখনো এ ধরনের কিছু বলিনি।”
বর্তমানে জাতীয় দলে ফেরা বা পরিচালকের দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলেই জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: