ঢাকা শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:১৬; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০২:১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ মোট ১১ জন পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বাতিল হওয়া পরিচালকদের মধ্যে রয়েছেন তানভীর আহমেদ টিটু, ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেল, নজীব আহমেদ, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবেদ নিজাম, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

এছাড়া তিনজন পরিচালক, এনায়েত হোসেন ও সাবেক অধিনায়কেরা খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয় পদত্যাগ করেছেন, এবং বরিশাল থেকে নির্বাচিত পরিচালক আলমগীর হোসেনের মৃত্যুর ফলে ক্রিকেট বোর্ডে মোট ১৫টি পদ শূন্য হয়েছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, নতুন কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করতে আগামী এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top