রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভঙ্গ আল নাসরের
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৩৬; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:২৯
সৌদি আরবের কিংস কাপে আল-তাউয়ুনের বিপক্ষে একটি হৃদয়বিদারক পরাজয়ের মধ্য দিয়ে বিদায় নিতে হলো আল নাসরকে।
ম্যাচের শেষ মুহূর্তে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় সমতা ফেরানোর সুযোগ তৈরি হলেও, ক্রিশ্চিয়ানো রোনালদো এই সুযোগ হাতছাড়া করেন। রোনালদো সৌদি আরবে যোগ দেওয়ার পর টানা ১৮টি পেনাল্টি সাফল্যের সাথে নিলেও এইবার তার শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আল নাসরের জন্য কিংস কাপের অভিযান শেষ হয়ে যায়।
খেলার ৭১তম মিনিটে আল-তাউয়ুনের হয়ে ওয়ালিদ আল-আহমেদের একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। যদিও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে আল-আহমেদের ফাউল আল নাসরের জন্য একসমতার সুযোগ এনে দেয়, কিন্তু এই সুযোগটি কাজে না লাগানোয় হতাশ হতে হয় দলটিকে।
আল নাসরের জন্য এই হারের মানসিক ধাক্কা যেমন, তেমনই সামনে থাকা মৌসুমের অন্যান্য শিরোপার জন্য নতুনভাবে প্রস্তুত হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিংস কাপ থেকে বাদ পড়লেও সৌদি প্রো লিগ এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে তাদের এখনো ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে। বর্তমানে সৌদি প্রো লিগে আট ম্যাচে আল নাসর শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে, যেখানে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতায় রয়েছে।
এই হারের পরও রোনালদো ও তার দল এখনও এ মৌসুমে তাদের লক্ষ্য অর্জনে আশাবাদী, তবে সামনে আসা ম্যাচগুলো তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: