ভূটানকে গোল বন্যা ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৩১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। রবিবার (২৭ অক্টোবর), ভুটানকে ৭-১ ব্যবধানে পরাজিত করে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে সাবিনা-তহুরারা। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধেই ভুটানের বিপক্ষে ৫ গোল করে বিশাল লিড নেয়। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরও বাড়ানো হয়, যদিও চোটের আশঙ্কায় কোচ পিটার বাটলার কিছু খেলোয়াড়কে মাঠ থেকে উঠিয়ে নেন, ফলে ব্যবধানটা আরও বড় হয়নি।
ম্যাচের ৫৭ মিনিটে দ্বিতীয়ার্ধে এসে বাংলাদেশের জন্য প্রথম গোলটি করেন তহুরা, যা দিয়ে তিনি পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। পরবর্তীতে কোচ একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন। ম্যাচের ৭১ মিনিটে কর্নার কিক থেকে সানজিদার বাড়ানো বলে হেড করে দুর্দান্ত গোল করেন রক্ষণভাগের খেলোয়াড় মাসুরা পারভিন। এরপর ম্যাচে আর গোল না হলেও, বাংলাদেশ দল ৭-১ ব্যবধান নিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালের পথে এগিয়ে যায়।
প্রথমার্ধজুড়ে বাংলাদেশের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মাত্র ৭ মিনিটের মাথায় দূর পাল্লার শটে বল জালে জড়িয়ে প্রথম গোল করেন উইঙ্গার ঋতুপর্ণা। এরপর, ১৪ মিনিটে তহুরা খাতুনের অসাধারণ এক শটের মাধ্যমে ব্যবধান হয় ২-০। গোলরক্ষক সামনে থাকায় ডি বক্সের বাইরে থেকে নেওয়া এই শটে বল চলে যায় তার মাথার উপর দিয়ে সোজা জালে।
২৪ মিনিটে সাবিনার শটে বল গোলপোস্টে লেগে ফিরে আসে, যা তাকে হতাশ করলেও পরবর্তী মিনিটেই গোল আদায় করে নেন তিনি। সাবিনার এই গোলে বাংলাদেশ দল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
আপনার মূল্যবান মতামত দিন: