বিশ্বকাপ বাছাইতে আর্জেন্টিনা ও ব্রাজিল একই দিনে মাঠে নামছে
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১৪:১৮; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:১৭
ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই দিনের নিজ নিজ খেলায় মাঠে নামছে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচ খেলতে আজ আর্জেন্টিনা, কাল ব্রাজিল মাঠে নামছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাত তিনটায় অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে। চোটে জর্জরিত ব্রাজিল শুক্রবার সকাল ছয়টায় চিলির মাঠে চিলিকে মোকাবেলা করবে।
১০ দলের বাছাই পর্বে শীর্ষে থেকেই নবম রাউন্ডের ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। আট খেলায় ছয় জয় ও দুই হারে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ফুটবলের মহাতারকা শুরুর একাদশে খেলবেন কিনা, তা নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে বাছাই পর্বে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচে খেলেননি ৩৭ বছরের মেসি। তাকে ছাড়া চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় মিললেও কলম্বিয়ার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারতে হয় ২-১ ব্যবধানে। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস গনসালেসকে পাবে না আর্জেন্টিনা। উরুর চোটে পড়েছেন ২৬ বছরের জুভেন্টাস ফরোয়ার্ড।
এদিকে, ৮ ম্যাচে তিন জয়, এক ড্র ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা ব্রাজিল পড়েছে মারাত্মক চোট সমস্যায়। চিলির বিপক্ষে ম্যাচে মূল গোলরক্ষক আলিসন, তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র এবং দুই ডিফেন্ডার এদের মিলিতাও ও গিলের্মো আরানাকে চোটের কারণে দলে পাবেন না কোচ দরিভাল জুনিয়র। আর দলের সেরা তারকা নেইমার তো আগে থেকেই নেই।
আপনার মূল্যবান মতামত দিন: