ঢাকা শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪ ১৭:১০; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৮:৫১

অলিম্পিকসে দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া ঘোষণা করায় তোলপাড়। সেন নদীতে একের পর এক নৌযানে করে আবির্ভুত হচ্ছিল বিভিন্ন দলের বহর। দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক গলা উঁচিয়ে পরিচয় করিয়ে দিলেন, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ শুনে চমকে গেলেন অনেকেই। এটি যে উত্তর কোরিয়ার সরকারী নাম!

প্যারিস অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এমন ভুল করে বসেন ঘোষক। ফরাসি ও ইংলিশ, দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। উত্তর কোরিয়া দলের ক্ষেত্রেও একই নাম ব্যবহার করেন ঘোষক। দক্ষিণ কোরিয়ার সরকারী নাম ‘দা রিপাবলিক অব কোরিয়া।’

দুই দেশের বৈরি সম্পর্কের কথা গোটা বিশ্বের জানা। অলিম্পিকসের মতো আসরে এমন ভুল অগ্রহণযোগ্যও বটে। ঘটনার পরপরই আয়োজকদের কাছে ব্যাপারটি তুলে ধরে দক্ষিণ কোরিয়ার কর্তুপক্ষ। পরে তারা এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে খেদ প্রকাশ করে এবং আয়োজকদের কাছে নিশ্চয়তা দাবি করে যে, এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।

প্যারিসে দলের সঙ্গে থাকা দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মি-রান তার মন্ত্রণালয়ের পক্ষ তেকে দেওয়া বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখকে অনুরোধ করেন এটা নিয়ে বৈঠকে বসার জন্য।

দক্ষিণ কোরিয়া দলে এবার অ্যাথলেট আছেন ১৪৩ জন। তারা অংশ নিচ্ছেন ২১ টি ইভেন্টে। গত অলিম্পিকসে ৬টি সোনাসহ ২০ পদক জিতে তারা ছিল পদক তালিকায় ১৬তম স্থানে। উত্তর কোরিয়া গত অলিম্পিকসে অংশ নেয়নি। সবশেষ তাদেরকে দেখা গেছে ২০১৬ অলিম্পিকসে। এবার তাদের দলে আছেন ১৬ জন অ্যাথলেট।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top