ইংল্যান্ডের অনাপত্তিপত্র পেলেন হামজা, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১১; আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ ০১:৩৩
ইংল্যান্ড ফুটবল ফেডারেশন (FA) থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য হামজা চৌধুরী সম্প্রতি এনওসি (No Objection Certificate) পেয়েছেন। বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে আরেক ধাপ এগোলেন লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, কারণ ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এবং প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এখন দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলতে যাচ্ছেন।
হামজা চৌধুরী ইংল্যান্ডের লিস্টার সিটির হয়ে খেলা একজন প্রতিভাবান মিডফিল্ডার। তার মা বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য এবং বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। হামজা চৌধুরীর বল দখল, পাসিং দক্ষতা এবং প্রতিপক্ষের আক্রমণ ভাঙার সক্ষমতা তাকে একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত করেছে।
বাফুফের সাধারণ সম্পাদক বলেন, তার জন্য ইংলিশ এফএ-র কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। এবার সে আহ্বানে সাড়া দিয়ে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। এর আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হামজা। এবার ইংল্যান্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার পথ আরও সুগম হলো তার।
এবার হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলছেন ২৬ বছর বয়সি হামজা।
আপনার মূল্যবান মতামত দিন: