ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

স্বাধীনতার বিরুদ্ধে আবাহানীর জয়

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ২৩:৫২; আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৮:১২

 

কুমিল্লায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারালো আবাহনী।     কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-১ ব্যবধান হারিয়েছে আবাহনী লিমিটেড। জোড়া গোল ডরিয়েলতন গোমেজের। একটি করে গোল করেছেন কলিন্দ্রেস ও রাফায়েল অগোস্তো।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচ শেষে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তলানিতে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

২০ মিনিটে কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। স্বাধীনতার বক্সের সামনে প্রতিপক্ষের ভুল পাস পেয়ে যান ড্যানিয়েল কলিন্দ্রেস, বাঁ পায়ে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের মাপা শটে পোস্টের উপরের দিকে জাল খুঁজে নেন বিশ্বকাপ খেলা এই ফুটবলার।

২৪ মিনিটে আবাহনীর ব্যবধান বাড়ান ডরিয়েলতন গোমেজ। ডান প্রান্ত থেকে রাকিবের ক্রস স্বাধীনতার এক ডিফেন্ডার ঠিকমত ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান ডরিয়েলতন, বলের নিয়ন্ত্রণ নিয়ে শরীর ঘুরিয়ে ডান পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ব্যবধান কমায় স্বাধীনতা। বাম প্রান্ত থেকে জাহেদুল আলমের হাওয়ায় ভাসানো ক্রস দারুণ ভাবে হেডে জালে পাঠান জাপানিজ মিডফিল্ডার ইউতা সুজুকি। তবে এরপর আর স্বাধীনতাকে সুযোগ দেয়নি আবাহনী।

৫৭ মিনিটে জোড়া গোল পূরণ করেন ডরিয়েলতন। মাঝ মাঠ থেকে নাবীব নেওয়াজের তুলে দেওয়া বল অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে স্বাধীনতার গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান।

৮০ মিনিটে চতুর্থ গোলটি করেন রাফায়েল অগোস্তো। এতে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top