পুলিশের কাছে সেনাবাহিনীর হোচট
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২২ ০১:৩০; আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৭:৫৩

সার্ভিসেস কাবাডি লিগে টানা তিন ম্যাচ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নৌ বাহিনীর সাথে যুগ্মভাবে শীর্ষে ছিল সেনাবাহিনী। তবে আজ মঙ্গলবার তাদের ৩৭-৩১ পয়েন্টের ব্যবধানে প্রথম হারের স্বাদ দিয়েছে পুলিশ। প্রথমার্ধেই সেনাবাহিনী পিছিয়ে ছিল ১৮-২১ পয়েন্টে। পরের ২০ মিনিট তারা আপ্রাণ চেষ্টা করলেও এই ব্যবধান ঘোচাতে দেয়নি পুলিশের খেলোয়াড়েরা।
এই ম্যাচ জিতে বরং শীর্ষে থাকা নৌ বাহিনী (৩ ম্যাচ) ও সেনা বাহিনীর (৪ ম্যাচ) পাশে দাঁড়িয়েছে পুলিশ (৩ ম্যাচ)। তিনটি দলেরই পয়েন্ট সমান ৬। আগামীকাল বিকাল ৪টায় নৌ বাহিনী ও পুলিশ মুখোমুখি হবে। পরের ম্যাচে প্রতিপক্ষ প্রথম জয়ের সামনে থাকা জেল দল ও ফায়ার সার্ভিস।
পরের ম্যাচে ছন্দ হারিয়ে ফেলা বিমান বাহিনীকে ২৭-৩১ পয়েন্টে হারিয়ে চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিমান বাহিনীর পয়েন্ট ৪ ম্যাচে ২, বিজিবির ৪।
আপনার মূল্যবান মতামত দিন: