ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

সাফের সভাপতি হিসেবে আমি সফল: কাজী সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ০১:৫৩; আপডেট: ৩ জুলাই ২০২২ ০১:৫৮

 

টানা চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। অবশ্য তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বিপক্ষে দাঁড়ানোর মতো।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এবার বাফুফে সভাপতি দাবি করলেন সাফে দায়িত্ব থাকাকালীন তিনি

 

শনিবার (২ জুলাই) সাফের ইলেক্টিভ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে কাজী সালাউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

 

দায়িত্ব পাওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মৌসুম থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের আয়োজন করবেন তিনি। এছাড়া চার বছর ধরে নিজের সফলতার কথাও জানান দিয়েছেন বাফুফে সভাপতি।

 

তিনি বলেন, 'আমি যখন সাফের প্রেসিডেন্ট হই তখন মাত্র একটি টুর্নামেন্ট ছিল। এখন প্রতি বছর ৫ থেকে ৬টা টুর্নামেন্ট হয়। এটাই বলে দেয় এটা কতখানি সফল। ক্লাব চ্যাম্পিয়নশিপটা এখন বাকি। এত চমকের দরকার নেই, আমার দরকার রিয়েলিটি। রিয়েলিটিতে ৬টা হচ্ছে, আরেকটা যোগ হবে। এছাড়া আর কোনো স্পেস নাই অন্য কিছু যোগ করার। ’

 

কাজী সালাউদ্দিন আরও বলেন, 'আমি বলব গত কয়েক বছর বেশ সাকসেসফুল ছিল। আমার কথা যদি বলেন, এক টুর্নামেন্ট থেকে সাত টুর্নামেন্ট। প্রতি বছর ছয়টি করে টুর্নামেন্ট, আমার মনে হয় এক বছরে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। এগুলো গত কয়েক বছরেই হয়েছে। ছেলেদের বলেন, মেয়েদের বলেন, বয়সভিত্তিক ফুটবলে, গত কয়েক বছরে এসব টুর্নামেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি, আমি কাজ করেছি বলেই আমাকে নির্বাচিত করা হয়েছে। ’

 

তিনি বলেন, 'আমাদের যে ৭টা দেশ আছে তারা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের কয়েকটি। আমাদের মধ্যে ফুটবলের দিক থেকে ধনী কেবল ভারত। ভারতে এখন বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে। তারা অংশগ্রহণ করছে। একসঙ্গে উন্নতি করতে গেলে একটা একটা করে টেনে তুলতে হয়। একসঙ্গে তো  সাতটা দেশ উঠবে না। সেই দিক থেকে এটা ইতিবাচক। ভারত তো আগে কখনো বিশ্বকাপ খেলতে পারে নাই। আগে স্বাগতিক হতে পারে নাই। বিশ্বের এই প্রান্তে বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে, আমাদের জন্য এটা অনেক অনেক বড় অর্জন। ’

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top