ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ছোট ঝিনাইয়ার রেজিয়া খাতুন আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:২৯; আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৩৯

মতলব উত্তর উপজেলার ছোট ঝিনাইয়া গ্রামের আবদুল মজিদ ঢালীর মেয়ে ও হাফেজ খানের স্ত্রী রেজিয়া খাতুন গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল, ২০২৩) রাত ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি-ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় মরহুমার নিজ বাড়ীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার তাজুল ইসলাম খান, হাজী ওসমান গণি ঢালী, হাজী জিয়া উদ্দিন ওরফে ফয়েজ ঢালী, খোরশেদ আলম খান, জিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মদ, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শাহিন মিয়া, রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।


ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: শওকত আলী মরহুমার জানাযার নামাজ পড়ান। মরহুমার বড় ছেলে দুলাল খান ও চতুর্থ ছেলে নাসির খান তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top