653

01/22/2025 লিগ খেলতে নেপাল গেলেন ৪ বাংলাদেশি কাবাডি খেলোয়াড়

লিগ খেলতে নেপাল গেলেন ৪ বাংলাদেশি কাবাডি খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক

৬ জানুয়ারী ২০২৫ ০০:০৫

নেপাল কাবাডি লিগে (এনকেএল) অংশ নিতে নেপাল গেছেন মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া। রোববার সকালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ লিগে অংশ নিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে তারা নেপাল পৌঁছান।

বাংলাদেশ থেকে ৬ খেলোয়াড় নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করবেন। বাকি দুই খেলোয়াড় হচ্ছেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন। তারা ১২ জানুয়ারি নেপাল যাবেন। দুজনই খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে। দলটির বর্তমানে প্রস্তুতির জন্য ভারত রয়েছে। প্রস্তুতি পর্ব শেষ করে হিমালয়ান রাইডার্স নেপালে ফেরার পর দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন।

বাংলাদেশি ৬ খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখারা লেকার্সের হয়ে, ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে, মিজানুর রহমান খেলবেন কাঠমুন্ডু মেভারিকসের হয়ে এবং শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]