632

04/04/2025 কোকেন সেবন করে এক মাসের জন্য নিষিদ্ধ ব্রেসওয়েল

কোকেন সেবন করে এক মাসের জন্য নিষিদ্ধ ব্রেসওয়েল

ক্রীড়া ডেস্ক

১৮ নভেম্বর ২০২৪ ১৮:৪০

নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে ক্রিকেট থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েল। এ বছরের জানুয়ারিতে সেন্ট্রাল স্ট্যাগস ও ওয়েলিংটনের মধ্যকার টি২০ ম্যাচের সময় ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের দেহে নিষিদ্ধ মাদকের অস্তিত্ব ধরা পড়ে।

ঘরোয়া টুর্ণামেন্টের ঐ ম্যাচে ২১ রানে ২ উইকেট নিয়ে ব্রেসওয়েল ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। ১১ বলে তিনি ৩০ রানও সংগ্রহ করেছিলেন।

স্পোর্টস ইন্টিগ্রিটি কমিশন জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই ব্রেসওয়েল মাদক সেবন করেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করায় শাস্তির পরিমান প্রথমে তিন মাস থাকলেও পরবর্তীতে তা কমিয়ে একমাস করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিল থেকে ব্রেসওয়েলের এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। যে কারনে ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। যেকোন মুহূর্তে ব্রেসওয়েল আবারো খেলা শুরু করতে পারবেন।

২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। তিন ধরনের ফর্মেটে এ পর্যন্ত ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০টি টি২০সহ সর্বমোট ৬৯টি ম্যাচে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]