04/04/2025 বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের জয়
ক্রীড়া ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ১৭:১৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে এক বছরে ২০০ বা তার বেশি রান করার বিশ্বরেকর্ড এককভাবে নিজেদের করে নিল ভারত। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে এই রেকর্ড গড়ে দলটি। ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৯ রান, যা এক পঞ্জিকাবর্ষে ভারতীয় দলকে তাদের অষ্টম ২০০+ রানের স্কোর উপহার দেয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতকে ধাক্কা খেতে হয় সঞ্জু স্যামসন আউট হলে। কিন্তু তারপর দলের হয়ে দৃঢ় অবস্থান নেন অভিষেক শর্মা ও তিলক বর্মা। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৭ রান, যা ভারতের ইনিংসের মজবুত ভিত গড়ে দেয়। অভিষেক ৫০ রানে ফিরে গেলেও তিলক বর্মা তার ব্যাটিং দাপট অব্যাহত রাখেন। ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে তিনি ৮টি চারের পাশাপাশি ৭টি বিশাল ছক্কায় সাজান তার ইনিংসটি। শেষে রমনদীপ সিংয়ের ৬ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস ভারতকে ২১৯ রানের বিশাল স্কোরে পৌঁছে দেয়। প্রোটিয়াদের হয়ে আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন, যার ১৭ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতের বিপক্ষে জয় পেতে সাহায্য করলেও শেষ পর্যন্ত তার দল ২০৮ রানে থামে। এছাড়া ক্লাসেন ২২ বলে ৪১ রান করে প্রোটিয়াদের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকা জয় থেকে ১১ রানের ব্যবধানে পিছিয়ে পড়ে।
ভারত এই ইনিংসে এক বছরে ২০০ বা তার বেশি রানের অষ্টম স্কোর অর্জন করে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে। এই অর্জন আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত সব ফরম্যাটে এমন স্কোর করার জন্য প্রথম দল হিসেবে ভারতকে ইতিহাসের পাতায় স্থান দেয়।