602

01/21/2025 আওয়ামীলীগ অস্তিত্ব টিকিয়ে রাখতে ট্রাম্প রুপে ফিরতে চায় : খসরু

আওয়ামীলীগ অস্তিত্ব টিকিয়ে রাখতে ট্রাম্প রুপে ফিরতে চায় : খসরু

নিউজ ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ১৪:০৭

 

ব্যবসা ও বিনিয়োগে সিঙ্গাপুর সরকারের সক্রিয় আগ্রহের প্রেক্ষাপটে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিঙ্গাপুর দূতাবাসের কর্মকর্তারা গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো।

বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, এবং বন্দর সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশ নিতে আগ্রহী, তবে এজন্য একটি স্থিতিশীল, নির্বাচিত সরকারের প্রয়োজন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমির খসরু বলেন, “বর্তমান সরকারের পরিবর্তনের পর আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে। জনগণের ক্ষমতায়িত সরকারই আন্তর্জাতিকভাবে আস্থাশীল একটি দেশ গঠনে সহায়ক হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা কৌশল নিচ্ছে এবং বিভিন্ন রূপে জনগণের সামনে আসার চেষ্টা করছে, যেন তারা রাজনৈতিক মঞ্চে টিকে থাকে।”

এই প্রসঙ্গে খসরু মন্তব্য করেন, “এখন তারা ট্রাম্পের মতো নানা রূপে, নানা মোড়কে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে, তবে জনগণ তাদের প্রকৃত অবস্থান সম্পর্কে সচেতন।”

তিনি মনে করেন, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের ওপর ভিত্তি করে নতুন নেতৃত্বের উত্থানই দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধির পথ সুগম করবে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]