01/21/2025 নির্বাচন দীর্ঘায়িত করা যাবে না: জয়নুল আবদিন ফারুক
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ১৪:০১
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সরকারকে সতর্ক করে বলেছেন, সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে সংস্কারের কাজ চলবে, তবে তার পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও অগ্রাধিকার পাবে। ষড়যন্ত্র রুখতে দেশে জনপ্রতিনিধিদের সরকার গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ দাবি করেন।
আজ রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ফারুক এ কথা বলেন। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হলেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার প্রবণতা পরিলক্ষিত হলে তা দুঃখজনক হবে। সরকারের উচিত দ্রুত সঠিক রোডম্যাপ ঘোষণা করা, যাতে জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারে।"
জয়নুল আবদিন ফারুক আরও অভিযোগ করেন, অতীতে ওয়ান ইলেভেন পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বকে কোণঠাসা করার উদ্দেশ্যে ‘মাইনাস টু’ ফর্মুলার মাধ্যমে বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছিল। তার বক্তব্যে প্রাধান্য পায় আওয়ামী লীগের অতীত ভূমিকার সমালোচনা, যেখানে তিনি বলেন, “ওয়ান ইলেভেন পরিস্থিতি তৈরিতে শেখ হাসিনার প্রভাব ছিল। তবে বর্তমান অবস্থায় দেশের জনগণকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করলে, আওয়ামী লীগ সফল হবে না।”
ফারুকের মতে, নির্বাচন জনগণের অধিকার এবং তা দ্রুত আয়োজনের মধ্য দিয়েই কেবলমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।