04/04/2025 নিষিদ্ধ সংগঠন ও গণহত্যাকারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান : আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৯:১৯
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে, গণহত্যার সাথে জড়িত বা নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মসূচি প্রতিরোধে সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। শনিবার (৯ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, "যদি কোনো গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা চালায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে তা প্রতিহত করবে।"
এদিকে, শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আওয়ামী লীগ রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচারের পরই উপদেষ্টা আসিফ মাহমুদ সতর্ক বার্তা দেন, যাতে কর্মসূচির আড়ালে বিশৃঙ্খল প্রচেষ্টা রোধের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশনা দেওয়া হয়।