593

04/04/2025 খালেদা জিয়ার বিদেশ সফরের সকল প্রস্তুতি সম্পন্ন

খালেদা জিয়ার বিদেশ সফরের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক

৭ নভেম্বর ২০২৪ ১৭:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাত সদস্যসহ সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে।

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী ৮ নভেম্বর একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কোনো জটিলতা দেখা দিলে যাত্রা এক-দুই দিন পেছানো হতে পারে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, লন্ডন যাওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে। খালেদা জিয়ার সাথে মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক, নার্স এবং সহায়কদের নিয়ে ১৬ জনের একটি দলও সফরসঙ্গী হবেন।

তিনি আরও জানান, খালেদা জিয়াকে প্রথমে লন্ডনে নেওয়া হলেও সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র বা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের লক্ষ্যে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া যাবেন, তাতে উন্নত চিকিৎসা সহায়তার সকল ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাঁর উন্নত চিকিৎসার জন্য।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি রোগ, ডায়াবেটিস, এবং চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]