590

04/04/2025 ২৭তম বিসিএসে উত্তীর্ণ ১২শ’ পরীক্ষার্থীর আপিল পুনঃশুনানি করবে সর্বোচ্চ আদালত

২৭তম বিসিএসে উত্তীর্ণ ১২শ’ পরীক্ষার্থীর আপিল পুনঃশুনানি করবে সর্বোচ্চ আদালত

নিউজ ডেস্ক

৭ নভেম্বর ২০২৪ ১৭:১২

 

২৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া প্রায় ১২০০ পরীক্ষার্থীর পুনরায় মৌখিক পরীক্ষা বিষয়ক রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ রিভিউ মঞ্জুর করেছে। আগামী ৪ ডিসেম্বর এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ সিদ্ধান্ত প্রদান করে।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক ছিলেন। ব্যারিস্টার সালাউদ্দিন দোলন জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করা হয় এবং পুনরায় দ্বিতীয়বার মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। তবে, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালে আপিল বিভাগ পর্যবেক্ষণসহ এই আপিল নিষ্পত্তি করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে বৈধ বলে উল্লেখ করে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রিভিউ আবেদন দাখিল করা হয়, যা আজ আপিল বিভাগ মঞ্জুর করেছে।

ব্যারিস্টার দোলন আরও জানান, সংবিধান অনুসারে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের পক্ষে বিসিএস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। এই দীর্ঘ ১৮ বছর ধরে চলা আইনি জটিলতা ও অপেক্ষা অবসানের আশায় পরীক্ষার্থীরা রয়েছেন।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]